পহেলা রমজান থেকে গোশত বিক্রি বন্ধের হুমকি

বিডিসংবাদ ডেস্কঃ দাবি না মানলে পয়লা রমজান থেকে গোশত বিক্রি বন্ধের হুমকি দিয়েছেন গোশত ব্যবসায়ীরা।

আজ রোববার সকালে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে আগামী ১৫ দিনের মধ্যে এসব দাবি পূরণ না হলে পয়লা রমজান থেকে ধর্মঘট করার হুমকি দিয়েছেন তাঁরা।

গোশত ব্যবসায়ীরা রাজধানীতে স্থায়ী পশুর হাট তৈরি, মানসম্মত একাধিক কসাইখানা তৈরির দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম অভিযোগ করে বলেন, দেড় বছর ধরে নির্ধারিত খাজনার চেয়ে বেশি অর্থ আদায় করছেন গাবতলী পশুর হাটের ইজারাদাররা।

বিদ্যুৎ-পানি-গ্যাস সংযোগ বন্ধ হওয়ায় ট্যানারিগুলোও গরুর চামড়া কেনা কমিয়ে দিয়েছে। পশুর মাংস ব্যবসায়ীদের কাছ থেকে লুটেরারা কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।