পাকিস্তানের সফর স্থগিত : অবাক বিসিবি

পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করায় বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস।

চলতি মাসের শুরুতে শ্রীলংকায় এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে পিসিবি প্রধান শাহরিয়ার খান পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

আসন্ন এ সিরিজকে সামনে রেখে ভেন্যু ও সফরসূচি প্রস্তুতির পরিকল্পনাও নেয়া হচ্ছিল। ঠিক এমন সময় দুবাইয়ে আইসিসির সভা শেষে বাংলাদেশে না আসার ঘোষণা দিল পিসিবি।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘হঠাৎ পাকিস্তানের সফর বাতিলের ঘোষণায় আমরা বিস্মিত। এক মাস আগেও এই সফরের বিষয়ে আগ্রহী ছিল তারা।’

তিনি বলেন, ‘পাকিস্তান যখন ২০১৫ সালে বাংলাদেশ সফরে আসে তখনই টানা দুটি সফরের চুক্তি হয়। তাই এই সফর নিয়ে এখন প্রশ্ন তোলা হাস্যকর।’

পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের বিষয়টি বিসিবিকে জানায়নি উল্লেখ করে জালাল ইউনুস বলেন, ‘ওরা চাচ্ছে আমরা পাকিস্তানে গিয়ে খেলি। এই মুহূর্তে আমাদের এই ধরনের পরিকল্পনা নেই। আমরা অফিশিয়ালি আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। তবে আমরা আমাদের প্রস্তুবিত সূচি তাদের পাঠাব।’