পাকিস্তান রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাকিস্তান হচ্ছে তার দেশের জন্য গুরুত্বপূর্ণ মিত্র। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা পরিষদের সম্মেলনের অবকাশে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন।

বৈঠকে দু নেতা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক চলমান নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। পুতিন বলেন, রাশিয়া ও পাকিস্তানের সম্পর্ক গঠনমূলক ও দু পক্ষেরই জন্য লাভজনক।

তিনি বলেন, “বহু বছর ধরে আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে এবং দু দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে। তবে এখন যে অবস্থায় আছে তার চেয়ে আমরা অবশ্যই অনেক বেশি কিছু করতে পারি।” সাংহাই সহযোগিতা পরিষদের পূর্ণ সদস্যপদ পাওয়ায় পুতিন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অভিনন্দন জানান।

বৈঠকে নওয়াজ শরীফের সঙ্গে আরো উপস্থিত ছিলেন পাক পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ ও বাণিজ্যমন্ত্রী খুররম দস্তগির