প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিল সোনাগাজীর ঘরপ্রাপ্ত ১৫টি পরিবার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার স্লোগান কে সামনে রেখে ফেনীর সোনাগাজীতে ক-শ্রেণির ১৫টি গৃহ ও ভুমিহীন ঘরপ্রাপ্ত পরিবার প্রধান শেখ হাসিনার সাথে ভার্সুয়াল মাধ্যমে অংশ নিয়েছেন।

শনিবার সকালে ঘর ও জমি প্রাপ্তদের মাঝে জমির কবুলিয়ত, জমাখারিজ খতিয়ান ও বিদ্যুতের আনুষাঙ্গিক কাগজ পত্র হাতে তুলে দেয়া হয় তাদের।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব’র সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাসির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, সাধারণ সম্পাদক, পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, জোবেদা নাহার মিলিলি, সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎফল দাস, উপজেলা প্রকৌশলী মনির হোসেন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বেলাল হাসান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, বগাদানা ইউপি চেয়ারম্যান মো.ইসহাক খোকন, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ভূট্রো, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিবববর্ষ উপলক্ষ্যে সারা দেশে এক যোগে ৬৯হাজার ৯০৪টি ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারই অংশ হিসেবে  সোনাগাজী উপজেলায় প্রাথমিকভাবে ১৫টি ঘর নির্মাণ করা হয়েছে। আরো ৩৪টি ঘর নির্মাণাধীন রয়েছে। এছাড়াও খ-শ্রেণিতে তালিকাভুক্ত রয়েছ ৫হাজার গৃহহীন মানুষের।