ফুলবাড়ীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা

দিনাজাপুর সংবাদদাতাঃ  দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার বিকেল ৩টায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ীর ঐতিহ্যবাহী কালী মন্দির চত্বর থেকে উৎসব মূখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের পাঁচ শতাধিক সব বয়সী নারী ও পুরুষ জগন্নাথ দেবের উল্টো রথযাত্রায় অংশ নেন। রথ টেনে পৌর শহর প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিব মন্দির চত্বর প্রতিস্থাপন করা হয়। পরে সেখানে ভক্তদের মাঝে মহাপ্রভুর ভোগ বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ২৫ জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ শ্রী শ্রী শিব মন্দির থেকে টেনে শ্রী শ্রী কালী মন্দিরে আনা হয়েছিল।