ফ্রান্সে তৃতীয়বারের মতো লকডাউন জারির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্কঃ

ফ্রান্স তৃতীয়বারের মতো দেশজুড়ে লকডাউন দেয়ার আশঙ্কা নাকচ করে দিচ্ছে না। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে দেশটি আবারো লকডাউন জারি করতে পারে। ফরাসী স্বাস্থ্য মন্ত্রী রোববার এ কথা জানিয়েছেন।

ক্রিসমাস পরবর্তী সময়ে দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

জার্নাল দু দিমানশেকে অলিভার ভেরান বলেন, জনগণকে রক্ষায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কখনও পিছ পা হবো না। তিনি আরো বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বলা যাবে না। বরং আমরা ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

ফ্রান্সে একদিনে প্রায় ১৫ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া শুক্রবার দেশটিতে নতুন ধরণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনা সংক্রমণ দেখা দেয়ায় বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে ব্রিটেন দাবি করছে।