বঙ্গোপসাগরে নিখোঁজ আরো ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

চট্টগ্রাম প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিখোঁজ আরো ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। কক্সবাজারের এলিফ্যান্ট পয়েন্ট এবং কুতুবদিয়ার কাছে সমুদ্রে ভাসমান অবস্থা থেকে তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় বলে আজ শুক্রবার সন্ধ্যায় আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

গত মঙ্গলবার চট্টগ্রাম কক্সবাজার উপকূল দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় “মোরা’র কারণে এসব জেলেরা সাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হন ৭১ জন জেলে ও মাঝিমাল্লা।

আইএসপিআর’র সহকারী তথ্য অফিসার ওয়াজির উদ্দিন আহমেদ জানান, নিখোঁজ জেলেদের খোঁজে বাংলাদেশ নৌবাহিনীর ১৮টি জাহাজ, হেলিকপ্টার ও টহল বিমান কক্সবাজার, সেন্টমার্টিন্স, টেকনাফ, চট্টগ্রাম ও খুলনার উপকূলীয় অঞ্চলসহ গভীর সমুদ্রে তল্লাশী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ইতোমধ্যে ত্রাণ নিয়ে আসা ভারতীয় যুদ্ধ জাহাজ সুমাত্রা ২৮জন জেলেকে সাগরে ভাসমানবস্থয় জীবিত উদ্ধার করেছে। এবং একজনকে মৃত উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের সবাইকে সুস্থ অবস্থায় চট্টগ্রামের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।