বরিশালে মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড

বরিশাল ব্যুরো: শরীয়তপুরের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর মাতবরকে যাবজ্জীবনসহ পৃথক মেয়াদে কারাদন্ড দিয়েছে বরিশালের আদালত।

আজ সোমাবার জেলা ও দায়রা জজ মো: আনোয়ারুর হক আসামির অনুপস্থিতিতে এ দন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডিত আসামি জাহাঙ্গীর শরিয়তপুরের ছোট সন্দিপ এলাকার বাসিন্দা মৃত তৈয়ব আলী মাতবরের ছেলে। আদালতের বেঞ্চসহকারী মো: ফারুক হোসেন জানান, ২০১৫ সালের ১৮ জুন সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল লঞ্চঘাটস্থ গাড়ি পার্রিং স্থানের সামনে অভিযান চালায় র‌্যাব-৮’র একটি টহল দল।

এসময় ৩৬ গ্রাম হেরোইন ও ১৪৮ পিচ ইয়াবা সহ আটক করা হয় জাহাঙ্গীরকে। ওই দিনই আটককৃতর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন র‌্যাব-৮’র ডিএডি শাহিনুর রহমান। একই বছরের ২৯ জুলাই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই হেলালুজ্জামান।

আদালতে ৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হলে আসামিকে হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ইয়াবা রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।