বাঁশখালী ও কুতুবদিয়ার ৭১ জন মাঝি-মাল্লা জেলে নিখোঁজ

ফিরে আসেনি দুটি ইঞ্জিন নৌ যান ও চার টি ট্রলার

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামে বাঁশখালী এবং কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ৭১ জন মাঝি-মাল্লা জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত পর্যন্ত ওই ট্রলারগুলোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বাঁশখালী থেকে চার দিন আগে দুটি ইঞ্জিন চালিত ট্রলার গভীরে সাগরে মাছ ধরতে যায়। ঝড়ের পর এখনও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। নৌকা দুটিতে মোট আটজন মাঝি-মাল্লা ছিল।

কক্সবাজারের কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী মঙ্গলবার রাতে বলেন, কুতুবদিয়া অঞ্চল থেকে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া চারটি ট্রলার তীরে ফিরে আসেনি। তারা এখন পর্যন্ত ওই নৌকাগুলোর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি। নৌকা মালিক সমিতি সূত্র জানায় সেগুলোতে মোট ৬৩ জন মাঝি-মাল্লা ছিল।

আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, নিখোঁজ মাঝি-মাল্লার পরিবারের সদস্যরা স্বজনদের ফেরার প্রতিক্ষায় সাগর পারে আহাজারি করছেন।