বাংলাদেশ-ভারত সিরিজ : ছিটকে গেলেন শামি!

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ-ভারত সিরিজ শুরুর আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি। তারকা পেসারকে টেস্ট সিরিজে পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

হাতের চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাঠে নামতে পারবেন না শামি, এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের। টি-২০ বিশ্বকাপের পরে বাংলাদেশের সফরের প্রস্তুতির সময় শামি চোট পান বলে খবর।

২০১৫ সালের পর এই প্রথম বাংলাদেশে খেলতে আসছে ভারত। শক্তিশালী বহর নিয়েই বাংলাদেশে এসেছে তারা। আছে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটাররাও। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

সিরিজটা শুরু হবে ওয়ানডে ক্রিকেট দিয়ে। হোম অব ক্রিকেট মিরপুরের উইকেটে প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ৪ ও ৭ ডিসেম্বর ২০২২। এরপর ‍দু‘দল চলে যাবে বন্দর নগরী চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। সেখানেই ১৪ থেকে ১৮ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ঢাকায় ২২ থেকে ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস