বাজারে ১২ শতাংশ বেড়েছে সোনার দাম

চলতি বছরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১২ শতাংশ বেড়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে। ব্যাংক ইনটেসা সানাপাওলো এ পূর্বাভাষ দিয়েছে। ধাতুর মূল্য সম্পর্কে গত ত্রৈমাসিকে এ ব্যাংক সবচেয়ে ভাল পূর্বাভাষ দিয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

এদিকে গতকাল আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি ট্রয় আউন্স ১৩০০ ডলার থাকলেও আজ কিছুটা কমে তা ১২৮৩ ডলারে এসেছে। সাধারণ আউন্স ২৩.৩৫ গ্রামে হলেও ট্রয় আউন্স হয় ৩১.১ গ্রামে। সাধারণ দামি ধাতুর মূল্য নির্ধারণে ব্যবহৃত হয় ট্রয় আউন্স।

অবশ্য চলতি বছরের মাঝামাঝি সুদের হার বাড়াবে মার্কিন ফেডারেল রিজার্ভ। এতে সোনার দাম খানিকটা পড়ে যেতে পারে। তবে বছরের শেষ দিকে দাম বেড়ে ১৩৫০ ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাষ দেয়া হয়েছে। ভারতে বড় নোট বাতিলের সরকারি সিদ্ধান্তে ধাক্কা খেয়েছিল সোনার বাজার।
তা কাটিয়ে উঠতে শুরু করেছে এবং সেখানেও সোনার চাহিদা বাড়বে।