বার্সা থেকে মুক্ত হলেন নেইমার

বাই আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করেছেন নেইমার। ফলে বার্সেলোনা থেকে এখন মুক্ত ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে বাই আউট ক্লজের অর্থ পরিশোধ করা হয় বলে এক বিবৃতিতে বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে। নেইমারের আইনজীবী বার্সেলোনার অফিসে গিয়ে এই অর্থ পরিশোধ করেন। রেকর্ড ট্রান্সফার এই ফি দেয়ায় পিএসজিতে যোগ দিতে আর কোনো বাধা নেই নেইমারের। এর আগে নেইমারের আইনজীবীরা বাই আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিতে গেলে তা ফিরিয়ে দেয় লা লিগা।

স্পেনের কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লা লিগা কর্তৃপক্ষের বিশ্বাস, নেইমারকে কিনতে গিয়ে উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম ভাঙছে পিএসজি।

স্পেনের নিয়ম অনুযায়ী, বাই আউটের ক্ষেত্রে একজন খেলোয়াড়কে অবশ্যই তার নিজেকে কিনে নিতে হবে। ক্লজের মোট অর্থ লা লীগায় জমা দেয়ার মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর লীগ কর্তৃপক্ষ ওই অর্থ খেলোয়াড়কে বিক্রি করা ক্লাবকে দেয়।