বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে সোমবার রাঙামাটিতে অবরোধ ডেকেছে ইউপিডিএফ

চট্টগ্রাম প্রতিনিধি: রাঙামাটিতে সোমবার অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লংগদুতে বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এই অবরোধ ডাকা হয়েছে।

ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা বলেন, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহকারী সংস্থা ও সংবাদপত্রের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

তিনি আরো বলেন, কোনো হত্যাকান্ডই সমর্থনযোগ্য নয়। কিন্তু অপরাধীদের শনাক্ত না করে যুবলীগের এক নেতার লাশ উদ্ধারকে কেন্দ্র করে এই তান্ডবলীলা চালানো হয়েছে। এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

অবরোধ সফল করতে যানবাহন মালিক ও শ্রমিক নেতারদের সহযোগিতা কামনা করেন তিনি।