বিএনপিকে ঘায়েল করতে সরকারই নাশকতা করবেঃ এড.তৈমূর

বিডিসংবাদ ডেস্কঃ  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারী রমায়েশে সৃজিত রায়ের প্রতিবাদ ও অবিলম্বে দেশনেত্রীর মুক্তি দাবী করে বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার আজ এক বিবৃতিতে বলেছেন সেইদিন বেশী দূরে নয়,যেদিন শেয়ার মার্কেট ও ব্যাংক লুট এবং ১৪ হাজার কোটি টাকা পাচারের দায়ে জড়িতদের জনতার আদালতে বিচার করা হবে,ইনশাল্লাহ।

বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার আরো বলেন,দেশনেত্রী নির্দেশিত গঠনতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখতে হবে।সরকার চেষ্ঠা করবে তার পেটুয়া পুলিশ ও গুন্ডা বাহিনী দিয়ে সহিংসতা করে আমাদের নেতাকর্মীদের নামে মামলা করতে।।কোন কারণেই সহিংসতায় যাওয়া যাবে না,সরকারের ফাদে পা দেয়া যাবে না।এ ব্যাপারে তিনি নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান।

প্রতিবাদ বিবৃতিতে চেয়ারপার্শনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার অবিলম্বে নজরুল ইসলাম আজাদ,্এড.সাখাওয়াত খান,মাসুকুল ইসলাম রাজীব,যুবদল নেতা ইকবাল হোসেন,কাউন্সিলার ইস্্রাফিল, কাউন্সিলার বাবুল, কাউন্সিলার গোলাম নবী মুরাদ,এড.এইচ এম আনোয়ার প্রধান,জেলা যুবদল নেতা সালাউদ্দিন মোল্লা,মেয়র বাদশাহ,রুপগন্জ ওলামা দলের সাধারন সম্পাদক ডা,শাহিন,যুবদল নেতা মোঃশরীফ,মোহাম্মদ হোসেন কাজল  সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবী করেছেন।তিনি জেলা ওলামাদলের সভাপতি শামছুর রহমান খান বেনু সহ ওলামাদলের  নেতাকর্মীদের উপড় পুলিমী হামলারও নিন্দা জানান।

এড.তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ,সিদ্ধিরগঞ্জ,রুপগঞ্জ,সোনারগায়ে ভৌতিক মামলা দায়ের ও কাজী মনির,শাহ আলম,সায়েম,মাহাবুব, আজহারুল ইসলাম মান্নান, কাউন্সিালার সাদরীল, কাউন্সিালার ইকবাল ,মহানগর যুবদল যুগ্ম আহবায়ক জুয়েল প্রধান সহ নেতাকর্মীদের আসামী করারও তীব্র নিন্দা জানান ও অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন।