বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে : কর্ণেল মো. গোলাম ফজলে রাব্বী

খাগড়াছড়ি প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের মধ্য দিয়ে সকলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে বিজ্ঞানকে আরো ফলপ্রসু করে তুলতে আরো উদ্যোগী ভুমিকা পালন করতে হবে। সেই সাথে সকলকে মিলেমিশে কাজ করার বিকল্প নেই।

গুইমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: গোলাম ফজলে রাব্বী পিএসসি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নতুন উপজেলা হলেও আন্তরিক প্রচেষ্টা থাকলে সকল কাজে এগিয়ে যাওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি শান্তি-সম্প্রীতি রক্ষায় সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।

বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে : কর্ণেল মো. গোলাম ফজলে রাব্বীগুইমারা কলেজের প্রভাষক আইসিটি টিপু লাল নাথের সঞ্চালনায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেইপ্রু মারমা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান বলেন, প্রযুক্তি ও বিজ্ঞানের ব্যবহারের মধ্য দিয়েই আজ বিশ্ববাসীসহ বাংলাদেশ ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। তাই বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে সকলকে আরো সচেতন করে তোলার আহবান জানান।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা প্রমূখ। এতে ৪টি প্রযেক্টে ১০টি স্টলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের উদভাবন প্রর্দশন করেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীছাড়াও স্ব-স্ব স্কুল কলেজের শিক্ষক,সাংবাদিকসহ জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।