বিনামূল্যে সেবার জন্য চমেক হাসপাতালে এমআরআই মেশিন উদ্বোধন করলেন মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি: গরিবের জন্য বিনামূল্যে এমআরআই করার লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বসানো ১০ কোটি টাকার জাপানি হিটাচি ১.৫ টেসলা মেশিন উদ্বোধন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে মেশিনটি উদ্বোধন করেন তিনি।

এ সময় চমেক হাসপাতালের পরিচালক বি. জেনারেল জালাল উদ্দিন, চমেক অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর, জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, চমেক রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান ডা. সুভাষ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মোনাজাত করেন চমেক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কামাল হুসাইন জাফরী।

ছবি: গরিবের বিনামূল্যে সেবার এমআরআই উদ্বোধন করলেন মেয়র