বুলেটপ্রুফ কাঁচের আড়ালে প্রেসিডেন্টের ভাষণ

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সম্প্রতি বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থেকে মিলিটারি একাডেমির ক্যাডেটদের উদ্দেশে ভাষণ দেয়ায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উপহাস ও বিদ্রুপ করা হচ্ছে।

‘মিসরের দুর্নীতির বিরুদ্ধে লড়াই’ আরবী হ্যাশট্যাগ সম্বলিত পোস্টটি মিসরীয়দের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।

মুহাম্মদ রামাদান নামক একজন টুইটার ব্যবহাকারী লিখেছেন, ‘আল-সিসি, যিনি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাস্তায় বের হন এবং সেনাবাহিনীও তার নিয়ন্ত্রণে, তিনি কিনা মিলিটারি একাডেমির ক্যাডেটদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন বুলেটপ্রুপ কাঁচের আড়ালে থেকে!’

‘সিসি এবং ক্যাডেটদের মধ্যে অনেক দূরত্ব ছিল। সামনের সারির গ্রুপটির কি সিসিকে অভিনন্দন বা এরকম কিছু জানানো উচিত ছিল না?’ লিখেছেন তুনা আলী। ‘একদিকে মিলিটারি একাডেমির ক্যাডেটদের উদ্দেশে কথা বলেন বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে, অন্যদিকে রাস্তায় সাইকেল চালানোর সময় কাকতালীয়ভাবে একজন ট্যাক্সিচালকের মুখোমুখি হন সিসি। তারা কি এই দৃশ্যের অবতারণাকারী বেকার পরিচালকটির অবসান ঘটাবে না?’

মার্কো রুসি নামের একজন ব্যবহারকারী প্রত্যুত্তরে লিখেছেন, ‘না, তারা এই একই পরিচালক নিয়েই থাকবে, যতদিন এই স্ক্রিপ্টে বিশ্বাসকারী মুর্খরা বিদ্যমান থাকবে।’

আবু ইজেদ্দিন নামের একজন লিখেন, ‘লোকটি ক্যাডেটদের সাথে কথা বলছে বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে। আল-সিসি ভীত।’

নূরেদ্দিন নামের আরেকজন ব্যবহারকারী লিখেন, ‘আল-সিসি মিলিটারি একাডেমির ভেতরেই বুলেটপ্রুফ কাঁচের আড়ালে দাঁড়িয়ে আছেন। তার মাঝে এবং ক্যাডেটদের মাঝে কমপক্ষে ২০০ মিটারে দূরত্ব ছিল। সংক্ষেপে বলতে গেলে : বিশ্বাসঘাতকটি ভীত। যদি সে ক্যাডেটদের সামনেই এতো ভয় পায়, তবে নির্যাতিত মানুষের সম্মুখে গেলে তার কী অবস্থা হবে?’

সিসি’র ট্যাক্সি ড্রাইভারকে শুভেচ্ছা
সাম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে সিসিকে খেলার পোশাকে বাইসাইকেল চালাতে দেখা যায়। যেখানে কাকতালীয়ভাবে তিনি একজন ট্যাক্সি ড্রাইভারের মুখোমুখি হন এবং তাকে শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলেছেন, ছবিটি একটি বিজ্ঞাপনী সংস্থা কর্তৃক শ্যুট করা হয়েছে প্রচারণার জন্য।

উল্লেখ্য, সাবেক মিসরীয় প্রেসিডেন্ট আনোয়ার আল-সাদাত ১৯৮১ সালের ৬ অক্টোবর কায়রোর একটি কুচকাওয়াজ অনুষ্ঠানে সামরিক অফিসারদের হাতে হত্যার শিকার হয়েছিলেন।

এর পর থেকে মিসরীয় প্রেসিডেন্টরা সামরিক অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকেন। তবে বলা হচ্ছে, বুলেটপ্রুফ কাঁচের পিছনে থেকে এই প্রথম কোনো প্রেসিডেন্ট কথা বললেন। সূত্র : ইয়েনি সাফাক