ভারতকে ২৬৪ রানের চ্যালেঞ্জ দিল বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতকে ২৬৫ রানের চ্যালেঞ্জ দিয়েছে বাংলাদেশ। আজ টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছে ৭ উইকেটে ২৬৪ রান। তামিম, মুশফিকদের তাণ্ডবের পর আরো বড় স্কোর অবশ্য আশা করা হয়েছিল।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন তামিম ইকবাল (৭০)। এছাড়া মুশফিকুর রহীম ৬১ রান করেছেন। অধিনায়ক মাশরাফি মর্তুজা শেষ দিকে ৩০ রান করে স্কোর কিছুটা সমৃদ্ধ করেন। তাকে এ সময় সহায়তা করেন তাসকিন আহমেদ (১১)।
সৌম্য সরকার (০), সাব্বির রহমান (১৯), সাকিব আল হাসান (১৫), মোসাদ্দেক হোসেন (১৫), মাহমুদুল্লাহ (২১) আরো কিছু সংগ্রহ করতে পারলে আরো বড় হতো বাংলাদেশের স্কোর।

ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ এবং কেদার যাদব ২টি করে উইকেট নেন।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২য় সেমি-ফাইনালে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। আজ যুক্তরাজ্যের বার্মিংহামের এজবাস্টনে টস জিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রথমে ব্যাটিং করার জন্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজাকে আমন্ত্রণ জানান ।

এসময় কোহলি বলেন, ‘উইকেটকে দেখে বেশ সতেজ মনে হচ্ছে। আগাগোড়া একই রকম থাকতে পারে।’ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পাওয়া একাদশটিই আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে।

এদিকে টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও টস জিতলে প্রথমে বোলিং নিতেন উল্লেখ করে বলেন, ‘এখন আমরা সামনের দিকেই তাকিয়ে আছি। বিগতদুই তিন বছরে আমরা অনেক উন্নতি করেছি। ২০১৫ বিশ্বকাপেও আমরা গ্রুপ পর্ব পার হয়েছি। এবার আমরা আরো একধাপ এগিয়ে যেতে চাই।’ বাংলাদেশও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া দলটিকে অপরিবর্তিত রেখেছে।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন।

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্ডিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ।