ভারতে করোনায় আক্রান্ত পৌনে ২ কোটি ছাড়াল

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিশ্বে সবচেয়ে বিপর্যস্ত ভারতে এরই মধ্যে আক্রান্ত সংখ্যা পৌনে দুই কোটি ছাড়িয়ে গেছে। যদিও আগের দিনের তুলনায় ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে। কিন্তু এই সংখ্যাটা খুব বেশি নয়।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ১৯ হাজার ৪৩৫ জন। আগের দিন এই সংখ্যা ছিল তিন লাখ ৫২ হাজার ৯৯১ জন। সংক্রমণের পাশাপাশি এ সময় মৃত্যুও কিছুটা কমেছে। বর্তমানে বিশ্বের ‘হটস্পট’ ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই হাজার ৭৬৪ জনের। আগের দিন এই সংখ্যা ছিল দুই হাজার ৮১২ জন।

করোনার পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ডোমিটারে মঙ্গলবার সকালে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, ভারতে এ পর্যন্ত করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে এক কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন। আর মোট মৃত্যু হয়েছে এক লাখ ৯৭ হাজার ৮৮০ জনের।

সর্বাধিক সংক্রমণের হিসেবে বিশ্বে শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। মৃত্যুর পরিসংখ্যানে দেশটি অবশ্য এখনো চতুর্থ স্থানে রয়েছে। ভারতের চেয়ে বেশি আক্রান্ত শুধু যুক্তরাষ্ট্রে, তিন কোটি ২৮ লাখ ৭৫ হাজার। তবে এ পর্যন্ত ভারতের চেয়ে বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোতে। সূত্র : ওয়ার্ল্ডোমিটার ও আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস