ভাষা

ইমরান রহমান

ঐ আঁখি যখন কথা বলে
তখন থেমে যায় সময়,
থেমে যায় সব শব্দ, সব সঙ্গীত।
শ্রোতা হয়ে যায় সবকিছু,
ঐ আসমান, এ জমিন
শুধু ইঙ্গিত হয়ে বাজে যত বীন
তার গভীর কাজলে,
আর এ হৃদয়,
মোমের শিখা হয়ে জ্বলে।

বিডিসংবাদ/ডেস্ক