ভোলার চরফ্যাসনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ দোকান ভস্মীভূত,১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ভোলা প্রতিনিধিঃ  ভোলার চরফ্যাসন উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এ অগ্নিকান্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে প্রায় ১০ কোটি টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, চরফ্যাসন উপজেলার চরফ্যাসন পৌর বাজারের সদর রোডের শরিফপাড়া ব্রিজ থেকে থানা রোডের পাবলিক টয়লেট রোড পর্যন্ত বাজার গলিতে শনিবার ভোর রাত পৌনে ৪টার দিকে এ আগুন লাগে। আগুনে মুদি মনোহরী, ফলের দোকান, মোবাইল সার্ভিসিং, ফার্মেসি, সেলুন, হার্ডওয়ার দোকান, ইলেক্টনিক্স দোকানসহ অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে   নাশকতা নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত তা জানা যায়নি।
এটি অগ্নিকান্ড নাকি নাশকতা তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।

আগুনের খবর পেয়ে চরফ্যাসন ও লালমোহনের ফায়ার সার্ভিসের ইউনিট দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছার আগেই এসব ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তবে চরফ্যাসন ফায়ার সার্ভিস ও লালমোহন ফায়ার সার্ভিস কর্মীদের প্রানান্তকর চেষ্টায় প্রায় পৌনে ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে এনে অপর ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় চেষ্টা করে পরিমাণ কমিয়ে আনতে সক্ষম হয়েছে।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক জানান, আগুন লাগার সংবাদ শুনেই ঘটনাস্থলে গিয়ে, ফায়ার সার্ভিস খবর দিয়ে ও আগুন নিয়ন্ত্রণে আসা পর্যন্ত ছিলাম। আগুনে প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।
চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চরফ্যাসন জানান, এ ঘটনায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়েছে বলে জানান।

চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেনসহ স্থানীয় জন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।