মশার মহামারী

কবি – মোহাম্মদ আশরাফ উদ্দিন মুকুল

নগর ভবনে লাট বাহাদুর যতো যতো কর্মচারী,

দেখেনাতো কভূ চলছে মশার মহামারী।

থাকে তারা বিলাস বহুল নামী দামী ফ্ল্যাটে,

যাদের বেতন জনগণের ট্যাক্স আর ভ্যাটে।

ভণ্ ভন্ শন্ শন্ ফ্যান ফ্যান গান শুনিয়া,

হোকনা যত ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া।

প্রতিদিন চলছে বেড়ে মশার বংশ বিস্তার,

নগরবাসীর শনির দশা নেই কোন নিস্তার।

হুল বিঁধে বিষ ফোঁড়ে মশার দল,

তবু কেণ নগরপিতা ধরে এতো ছল।

বিডিসংবাদ/এএইচএস