মার্কেন্টাইল ব্যাংকের ‘ক্রস সেলিং অব রিটেইল প্রোডাক্টস’ এর ওপর কর্মশালা অনুষ্ঠিত

বিডিসংবাদ মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মরত সেলস্ এক্সিকিউটিভদের জন্য “ক্রস সেলিং অব রিটেইল প্রোডাক্টস” শিরোনামে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কোর্স আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধনের পাশাপাশি ব্যাংকের রিটেইল প্রোডাক্ট মার্কেটিং এর কাজে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও উপযুক্ত ডকুমেন্টেশনসহ ক্রস সেলিং সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং তা প্রয়োগের ওপর তিনি গুরুতারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, মোবাইল ব্যাংকিং ডিভিশনের প্রধান ও এসইভিপি রফিকুল হক ভূইয়া, কার্ড ডিভিশনের প্রধান ও এসভিপি মোঃ আবু সাকিন, কনজুমার এ্যান্ড রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান ও ভিপি মোঃ আশিকুর রহমান এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন।