মার্কেন্টাইল ব্যাংকে এসএমই ঋণের ওপর সেমিনার অনুষ্ঠিত

বিডিসংবাদ ডেস্কঃ  মার্কেন্টাইল ব্যাংক এসএমইখাতে ঋণ প্রদানকারী শাখাসমুহের ব্যবস্থাপকদের জন্য “Importance of SME Financing in Banking Sector; Bangladesh Bank Policies & Guidelines with Recent Changes” শীর্ষক একটি সেমিনার সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিউিটে আয়োজন করে। ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা প্রধান অতিথি হিসেবে উক্ত সেমিনার উদ্বোধন করেন।

তিনি ব্যাংকিং সেক্টরে এসএমই খাতে ঋণের প্রবাহ বৃদ্ধির উপর গুরুত্বারোপের পাশাপাশি শাখা ব্যবস্থাপকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিভিশনের জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ সেলিম রিসোর্স স্পিকার হিসেবে এসএমই খাতে বাংলাদেশ ব্যাংকের পলিসি ও গাইডলাইন্সের পাশাপাশি সাম্প্রতিক পরিবর্তনের ওপর বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ কামরুল ইসলাম চৌধুরী, মানব সম্পদ বিভাগের প্রধান ও ইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন।