মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হওয়া এ পরীক্ষা বেলা ১১ টায় শেষ হয়।

স্বাস্থ্য অধিদফতরের অধীনে রাজধানীসহ সারা দেশের ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর বছরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮২ হাজার ৭৮৮ শিক্ষার্থী আবেদন করেছেন। দেশে সরকারি ৩১টি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা ৩ হাজার ৩১৮টি।

আদালতের নির্দেশে এবার দ্বিতীয়বার ভর্তিচ্ছু পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।

বিডিসংবাদ/এএইচএস