মেসির হাতে বিশ্বকাপ দেখতে চায় : ইব্রাহিমোভিচ

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বর্ণাঢ্য ক্যারিয়ারে কখনো বিশ্বকাপ খেলেননি জ্বলাতান ইব্রাহিমোভিচ। অবাক হলেও এটাই সত্যি। এবারো বিশ্বকাপ খেলার দাঁরপ্রান্তে ছিল সুইডেন, বাছাই পর্বে পোল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের টিকিট মিস করে তারা। এজন্য ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলার সুযোগ হারায় ইব্রাহিমোভিচ। তাই দর্শক হয়েই কাতার বিশ্বকাপ উপভোগ করছেন তিনি।

কোন দল বিশ্বকাপ জিতলে খুশি হবেন, এমন প্রশ্নের উত্তরে জ্বলাতান নিলেন মেসির আর্জেন্টিনার নাম।

বরাবরই লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ থাকেন ইব্রাহিমোভিচ। বার্সেলোনার সাথে ইব্রাহিমোভিচের সম্পর্কটা ছিল বেশ টানাপোড়নের, অন্যতম রেকর্ড সাইনিং হলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কাতালুনিয়া জার্সিতে। তবে সেখানে সতীর্থ হিসেবে পেয়েছিলেন মেসিকে, তখন থেকেই জ্বলাতানের মধ্যে তৈরি হয়েছে মেসি মুগ্ধতা।

এবারের বিশ্বকাপ কার হাতে দেখতে চায় এমন প্রশ্ন করা হলে ইব্রাহিমোভিচ উত্তর দেন, ‘আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক’। কেনো আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান?দ এই জবাবে তিনি বলেন, ‘শুধুমাত্র মেসির জন্যই আমি আশা করি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।’

বিডিসংবাদ/এএইচএস