রক্তক্ষরণে অসুস্থ সন্তানসম্ভবা আরো এক রোহিঙ্গা নারী চমেকে ভর্তি

চট্টগ্রাম প্রতিনিধিঃ  রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হওয়া সন্তানসম্ভবা এক রেহিঙ্গা নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার দিবাগত রাত ২ টায় কক্সবাজার থেকে তাকে চমেক হাসপাতালে আনা হয়।
ভর্তি হওয়া ওই রোহিঙ্গা নারীর নাম শামসুন নাহার (৩৫) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার টিলাডাঙ্গা এলাকার নূর মোহাম্মদের স্ত্রী বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম।

জহিরুল ইসলাম জানান, রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের উখিয়া ক্যাম্পে আশ্রয় নেন শামসুন নাহার। তিনি ৫ মাসের সন্তানসম্ভবা। কিন্তু হঠাৎ রক্তক্ষরণ জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়। হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন বিভাগে ভর্তির পর তার চিকিৎসা চলছে বলে জানান তিনি।

প্রসঙ্গত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা কেউ গুলিবিদ্ধ, কেউ দগ্ধ এবং হাত-পা ভাঙ্গাসহ নানা রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। চিকিৎসা শেষে তাদের আবার কক্সবাজারে ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।