রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুন

বিডিসংবাদ ডেস্কঃ  ঢাকার শ্যামপুরে একটি টেক্সটাইল মিলে আগুন লেগেছে। শ্যামপুরের বিসিক এলাকার লাকী টেক্সটাইল মিলে সোমবার ভোর ৪টার দিকে আগুন লাগে বলে দমকল বাহিনীর একটি সূত্র জানিয়েছে।

আশপাশের এলাকাগুলো থেকে বিভিন্ন ফায়ার স্টেশনের আটটি প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও সকাল ৮টা পর্যন্ত পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি বলে জানান দমকল বাহিনীর কর্মকর্তা মাহমুদুল হক সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার পর কারখানায় থাকা অন্তত ৩০ জন ছাদে উঠে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ।

মাহমুদুল হক বলেন, লাকী টেক্সটাইল মিলের ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলেও সরু গলি দিয়ে ঢুকে কাজ শুরু করতে তাদের বেগ পেতে হয়।