রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে আমাদের বগুড়া অফিস জানায়, আজ সকালে বগুড়ায় ভূকম্পন অনুভূত হয়েছে। সকাল সাড়ে ৮টায় বগুড়া শহরের বহুতল ভবনগুলো হঠাৎ কেঁপে ওঠে। এটা টের পেয়ে ভবনের বাসিন্দারা ভূমিকম্প বলে চিৎকার দেয়। এতে অনেক ভবনের বাসিন্দারা নিজ নিজ ফ্ল্যাট বাসা থেকে বাইরে বেরিয়ে আসে। অনেকে অবশ্য ঘুমিয়ে থাকায় বিষয়টি টেরই পায়নি।

বগুড়ায় ভূকম্পন পরিমাপের ব্যবস্থা না থাকায় ভূকম্পন মাত্রা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আমাদের নীলফামারী সংবাদদাতা জানান, নীলফামারীতে আবারো মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। হঠাৎ এ কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূ-কম্পনে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান জেলা প্রশাসন ও উপজেলার নির্বাহী কর্মকর্তারা। এর আগে গত ৫ এপ্রিল রাত ৯টা ২১ মিনিটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়।

নীলফামারী সদর উপজেলার পুরাতন রেল ষ্টেশন এলাকার জাহিদুল ইসলাম জানান, ঘুমিয়ে ছিলাম, হঠাৎ ঝাঁকুনি উঠে ঘরের আসবাবপত্র নড়ে উঠে। বুঝতে পেরে তাৎক্ষণিক ঘরের বাহিরে চলে আসি। বাইরে এসে শুনতে পাই, মানুষজন আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বের হয়েছে।

এদিকে একই সময় ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা ভূমিকম্পে কেঁপে ওঠেছে বলে জানিয়েছে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা।

এতে বলা হয়, বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গেও। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.২। আসামের গৌহাটির কাছে শোনিতপুরে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গেছে।

বিডিসংবাদ/এএইচএস