রাতে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা, চোটে জর্জরিত ফ্রান্স

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামবে দিদিয়ের দেশমের দল। ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে টানা দু’বার বিশ্বকাপ জয়ের হাতছানি ফ্রান্সের সামনে। শিরোপা ধরে রাখার মিশনে আজ ফ্রান্সের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আল জানুব স্টেডিয়ামে রাত ১টায় মুখোমুখি হবে দু’দল।

প্রতিপক্ষ থেকেও ফ্রান্সের বড় মাথা ব্যথার কারণ ‘চোট’। বিশ্বকাপ ধরে রাখার মিশনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একের পর এক তারকা ফুটবলারের ছিটকে যাওয়া। রাশিয়া বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক পল পগবা তো দলে সুযোগই পেলেন না ইনজুরি বাধায়। একই কারণে মাঝ মাঠে ফ্রান্সের বড় শক্তি এনগোলো কন্তেও নেই।

তবে বড় ধাক্কা খেয়েছে শেষ মুহূর্তে করিম বেনজেমাকে হারিয়ে। ফর্মের তুঙ্গে থাকা এই স্ট্রাইকারকে হারানো ফ্রান্সের জন্য বড় ক্ষতি। সদ্য ব্যালন ডি অর’ও জেতা বেনজেমার অভাব পূরণ করা ফ্রান্সের জন্য কঠিনই হবে। বেনজেমার অনুপস্থিতিতে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ অলিভার জিরুর ওপর আক্রমণভাগের মূল দায়িত্ব এসে পড়বে, সাথে আছেন কিলিয়াম এমবাপ্পে ও গ্রিজম্যান।

এছাড়া ব্যাক-আপ গোলরক্ষক মাইক মেইগনান ও সেন্টার-ব্যাক প্রিসনেল কিম্পেম্বেও ফিটনেস প্রমাণে ব্যর্থ হয়েছে। ফিটনেস নিয়ে সমস্যায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ভারানে। মাঝে ইনজুরিতে ছিটকে গেছেন আরবি লিপজিগ ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকুও। সব মিলিয়ে চোটে জর্জরিত একটা দল নিয়েই শিরোপা ধরে রাখার মিশনে নামতে হবে দিদিয়ের দেশমকে।

সাথে একটা কুসংস্কার ভয় ধরাতে পারে ফ্রান্সের মনে। ২০০৬ সাল থেকে শিরোপা জয়ী কোনো দল পরবর্তী বিশ্বকাপে গ্রুপ পর্ব পাড়ি দিতে পারেনি।

২০০৬ সালে চ্যাম্পিয়ন ইতালি ২০১০ বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায় নেয়। ২০১০ সালে চ্যাম্পিয়ন স্পেন, ২০১৪ সালের প্রথম রাউন্ডেই বিদায় নেয়। ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি ২০১৮ বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ পড়ে যায়। ফলে ফ্রান্সও সেই ভয় পেতেই পারে। তবে সেই ভয় দূর করতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই।

বিডিসংবাদ/এএইচএস