রাফসানজানির জানাজা ও দাফনে লাখো মানুষের উপস্থিতি

তেহরান বিশ্ববিদ্যালয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির জানাজায় শরীক হতে মঙ্গলবার সকালে লাখো মানুষ হাজির হয়েছে। তাকে শেষ বারের মতো বিদায় ও শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় এলাকায় লাখো মানুষের ঢল নামে। রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্ববিদ্যালয়ের চারপাশের রাস্তায় অসংখ্য মানুষের উপস্থিতি দেখানো হয়েছে।

এদিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির ইমামতিতে রাফসানজানির জানাজা অনুষ্ঠিত হচ্ছে। যদিও উভয়ের মধ্যে তীব্র মতপার্থক্য ছিল।

খ্যাতিমান এ রাজনীতিবিদকে ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়তুল্লাহ রুহল্লাহ খোমেনির সমাধিস্থলে দাফন করা হচ্ছে। রাফসানজানি ৮২ বছর বয়সে গত রোববার ইন্তেকাল করেন।

সকল রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতারা জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন।

শোক জানাতে তেহরানে কালো পতাকা উত্তোলন এবং অনেক স্থানে রাফসানজানির ছবি টানানো হয়েছে।