রাবিতে ‘প্রাগৈতিহাসিক’ নাটক প্রদর্শিত হবে ৯ মে

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এ্যাসোসিয়েশনের (রুডা) ৫৮ তম প্রযোজনা প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘প্রাগৈতিহাসিক’ এর নাট্যরূপ আগামী ৯ মে মঙ্গলবার প্রদর্শিত হবে।

রাবিতে ‘প্রাগৈতিহাসিক’ নাটক প্রদর্শিত হবে ৯ মেএদিন বিকাল ৫ টা ১৫ মিনিটে ও সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে মঞ্চ নাটকটি প্রদর্শিত হবে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বলে জানান রুডার সভাপতি আকাশ কুমার।

তিনি আরও জানান, মো জিল্লুর রহমান টিটন নির্দেশিত এই নাটকটিতে মোট ১১টি চরিত্র থাকবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে নাটকটিতে মূলত সমাজের উঁচু ও নিচু এই দুই শ্রেণীর জীবনাচরণ তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।