রাবিতে ৪র্থ আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা আগামীকাল

রাবি প্রতিনিধি: ‘যুক্তির মন্ত্রে খোঁজে মুক্তির আলো’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ সোহ্রাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার উদ্যোগে চতুর্থ আন্ত: হল বিতর্ক শুরু আগামীকাল। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিতর্ক পাঠশালা সভাপতি মো: ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাকিল মাহমুদের সঞ্চালনায় লিখিত বক্তব্যে বক্তারা বলেন, সংসদীয় পদ্ধতির এই বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৭ টি হল অংশগ্রহনের মধ্য দিয়ে ১০ দিন ব্যাপি উৎসব চলবে শহীদ সোহ্রাওয়ার্দী হলে। ১৯ শে মে দুপুর আড়াইটায় শহীদ সোহ্রাওয়ার্দী হলে চূড়ান্ত  পর্বের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। এদিন ৩২ দলের মধ্যে থেকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দলকে সম্মাননা স্বারক তুলে দেওয়া হবে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান,ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান, শহীদ সোহ্রাওয়ার্দী  হলের প্রধাক্ষ প্রফেসর এম আনিসুর রহমান প্রমুখ।