রাবি হিসাববিজ্ঞান বিভাগের এ্যালামনাই ২২ ও ২৩ ডিসেম্বর

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রথম এ্যালামনাই সম্মিলন আগামী ২২ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুর ১টায় রবীন্দ্র কলা ভবনের শিক্ষক লাউন্সে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ্যালামনাই সম্মিলন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এক লিখিত বক্তব্যে বলেন, হিসাব বিজ্ঞান বিভাগ একটি পরিবার। বিভিন্ন কারণে এ পরিবারের এ্যালামনাই করা সম্ভব হয়নি। তাই আগামী ২২-২৩ ডিসেম্বর ক্যাম্পাসে প্রথম এ্যালামনাই সম্মিলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সম্মিলনের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত ১৪ এপ্রিল থেকে এবং আগামী ৩১শে অক্টোবর শেষ হবে। সম্মিলনে অংশগ্রহনের জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ১৫০০ টাকা, বর্তমান ছাত্র-ছাত্রীদের ৫০০ টাকা ও অতিথিদের জন্য ১০০০ টাকা রেজিষ্ট্রেশন ফি ধার্য করা হয়েছে।

এ্যালামনাই সম্মিলনের সদস্য ফরম ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.ru.ac.bd) থেকে ডাউনলোড ও সরাসরি বিভাগ থেকে সংগ্রহ করা যাবে। সদস্য হবার জন্য হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের যে কোন একটি সনদ কপি জমা দিতে হবে।
অগ্রণী ব্যাংক রাবি শাখা S/B AC No. 0200009737733 তে সদস্য ও নিবন্ধন ফি অনলাইনে অথবা সরাসরি জমা দিতে পারবে। এছাড়া যে কোন তথ্য জানতে E-mail: alumniaisru@gmail.com এবং 01717743984 নম্বরে যোগাযোগ করা যাবে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি প্রফেসর ড. সালমা বানু, প্রফেসর সুভাষ চন্দ্র শীল, প্রফেসর দিল আরা হোসেন, প্রফেসর সাইয়েদুজ্জামান, প্রফেসর তাজুল ইসলাম প্রমুখ।