রামপাল নিয়ে আপত্তি প্রত্যাহার ইউনেস্কোর: পররাষ্ট্র মন্ত্রণালয়

সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র নির্মাণে আপত্তি প্রত্যাহার করে নিয়েছে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা উইনেস্কো। বৃহস্পতিবার এক বিবৃতিতে এদাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, পোল্যান্ডের কারাকাওয়ে ইউনেস্কোর ৪১তম সেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গেল বছর জাতিসংঘের এ সংস্থাটি জানিয়েছিল রামপালে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র হলে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন থমকে যাবে। সাথে থমকে যাবে সুন্দরবনের জীববৈচিত্র্য।

পোল্যান্ডের চলা ইউনেস্কোর এ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্ট ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী।

উল্লেখ্য, বিদ্যুৎ প্রকল্পটির বিরোধীতা করে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিভিন্ন বামপন্থি দল ছাড়াও পরিবেশ বাদী সংগঠন।