রাশিয়ার স্কুলে বন্দুক হামলায় নিহত ১১

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে একটি বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নোভোসিটে জরুরি সেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর জানানো হয়।

খবরে বলা হয়, হামলায় নিহতদের মধ্যে ওই স্কুলের একজন শিক্ষক ও আটজন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া আরো ৩২ জন হামলায় আহত হয়েছেন।

খবরে আরো জানানো হয়, পুলিশ হামলাকারীকে আটক করেছে। আটক হামলাকারী ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী বলে জানানো হয়।

হামলার পরপরই তাতারস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানভ ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এদিকে স্থানীয় প্রসিকিউটর দফতর ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণের নিষেধাজ্ঞা আরো জোরালো করার ‘জরুরি’ আদেশ দিয়েছেন বলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান।

সূত্র : মস্কো টাইমস
বিডিসংবাদ/এএইচএস