রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত বেড়ে ৭

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে। এ ঘটনায় আহত আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান।

নিহতরা হলেন- হাফেজ নুর হালিম (৪৫), মৌলভী হামিদুল্লাহ (৫০), নূর কায়সার (১৫), বালুখালী ২-এর মো: ইদ্রীস (৩২), বালুখালী ১-এর ইব্রাহীম হোসেন (২২), ১৮ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসুন্দা নুরুল ইসলামের ছেলে আজিজুল হক (২৬) ও আবুল হোসেনের ছেলে মো: আমীন (৩২)। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি চারজনের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন।

কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, কী কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি। আরো চারজনকে গুরুতর আহত অবস্থায় এমএসএফ হসপিটালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

বিডিসংবাদ/এএইচএস