শিক্ষার মানোন্নয়নে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সঙ্গে কাজ করবে এইউএপি-কোয়ালিটি অ্যাসুরেন্স দল

বিডিসংবাদ ডেস্কঃ  তিন দিনের সফরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে এসেছেন ইন্টারন্যাশনাল কোয়লিটি অ্যাসুরেন্স দলের সাত সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন অ্যাসেসিয়েশন অব ইউনিভার্সিটি অব এশিয়া অ্যান্ড প্যাসিফিক (এইউএপি) বর্তমান মহাসচিব  অধ্যাপক ড. রিকার্ডো পি পামা, থাইল্যন্ড।

প্রতিনিধি দল ১০-১২ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণের ওপর কর্মশালা, বৈঠক ও সেমিনার পরিচালনা করবেন। আজ বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান ড্যাফোডিল  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদারসহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এইউএপি প্রতিনিধি দলে রয়েছেন এইউএপির সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. রিকার্ডো পি পামা, যুক্তরাষ্ট্রের আইপিইকেএ স্কুলের প্রধান নির্বাহী উপদেষ্টা ও গ্লোবাল স্কুল কাউন্সেলিং গ্রুপের জ্যেষ্ঠ পরামর্শক ড. জ্যানেট লরি নেসন, ফুলব্রাইট থাইল্যান্ডের সাবেক পরিচালক মিস পর্টিপকানজানানিয়ত, ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস মুহম্মাদিয়া ইয়োগইয়াকাতার পোস্ট গ্রাজুয়েট বিভাগের পরিচালক অধ্যাপক ড. শ্রী আতমাজা পুত্র, ইউনিভার্সিটি কেবানসান মালয়েশিয়ার ডেপুটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রিজাআতিক আব্দুল্লাহ বিন ওকে রহমত, অ্যাডামসন ইউনিভার্সিটি ফিলিপাইনের উপাচার্য ড. ক্যাথরিন ক্যাসটানেদা এবং এইউএপি থাইল্যান্ডের নির্বাহী সেক্রেটারি মিস সুপাপর্নচুয়াংচিড।

উচ্চশিক্ষায় গুণগত মান নিয়ন্ত্রণের উপায় উদ্ভাবনে এবং শিক্ষাব্যবস্থায় সাম্প্রতিক প্রবণতাসমূহ ব্যবহার ওগিুনগত ও মানসম্পন্ন শিক্ষার বিশ্বায়ণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেসব উদ্যোগ গ্রহণ করে থাকে, এইউএপি’র  ইন্টারন্যাশনাল কোয়লিটি অ্যাসুরেন্স প্রতিনিধি দলের এই পরিদর্শন সেই উদ্যোগেরই অংশ।