“শিশিরের নীল জলে”

কবি-হাসিনা মরিয়ম

কাশফুলের মত আমার নরম নরম স্বপ্নরা
উড়ে যায় দূর থেকে দূরে
বলাকার সারির মত...
আমি ওদের ধরতে চাই,
ছূয়ে দিতে চাই ওদের নরম পালক,
হাত বাড়ালেই অনেক দূরে সরে যায়..
আমি তাকিয়ে থাকি শূন্যতা নিয়ে..
বিষন্নতা গ্রাস করে আমায়,
আবার সেই স্বপ্নহীন বেঁচে থাকা,
সেখানে কাশফুল নেই
আলতো মদির ছোয়া নেই
ঠিক যেন পাখীর পালকের মত..
শুধুই কষ্ট,স্বপ্ন ভঙ্গের ভয়...
হারাবার ভয়...।