শৈলকুপার খন্দকার প্রাইভেট ক্লিনিকের ব্যবস্থাপক পরিচালক মাদার তেরেসা স্বর্ন পদক পেলেন

ঝিনাইদহ প্রতিনিধিঃ বাংলাদেশ নারী কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে সাস্থ্য খাতে সফল ও সমাজসেবক হিসেবে মাদার তেরেসা স্বর্ন পদক ২০১৭ পেয়েছেন ঝিনাইদহের শৈলকুপার খন্দকার প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিকের  ব্যবস্থাপক পরিচালক ফজলুর রহমান মাস্টার।

এ উপলক্ষে শনিবার খন্দকার প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিকে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা অনুষ্ঠানে ফজলুর রহমান মাস্ট রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী  বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা:পারভেজ হাসান।

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সিনিয়র মেডিকেল অফিসার ডা: আমিন মোস্তফা, মানিকগঞ্জ সদর হাসাপাতালের সিনিয়র মেডিকেল অফিসার শিশু বিশেষজ্ঞ ডা: হুম্য়াুন শাহেদ,ডা: কাউসার হামিদ প্রমুখ।

এছাড়া বিভিন্ন প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিকের  ব্যবস্থাপক পরিচালকসহ অনেকেই উপস্থিত ছিলেন।