শোক দিবসে রাবি প্রশাসনের কর্মসূচী

রাবি প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচীর ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার সকালে জাতীয় শোক দিবস ও ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালন কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর মিজানুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় কালোব্যাজ ধারণ, শোকর‌্যালী ও বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল মডেল স্কুলের প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় স্কুলের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে রচনা ও ১ম থেকে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কুরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

অনুষ্ঠানের কালোব্যাজ ও ব্যানারসহ সব হল, বিভাগ, ইনস্টিউট ও সমিতিকে শোক দিবসের র‌্যালিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে।