শ্রমিকদের যথাযথ সম্মান করতে না জানলে কাঙ্খিত উন্নয়ন অসম্ভব : ওয়াদুদ ভুইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি: শ্রমিকদের যথাযথ সম্মান করতে না জানলে কোন দেশেই কাঙ্খিত উন্নয়ন অসম্ভব। তাই শ্রমিকদের সহানুভুতির চোখে নয় আন্তরিকতার চোখে দেখুন। তবেই শ্রমিকরা এনে দেবে এদেশের প্রত্যাশিত সফলতা। মহান মে দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা শ্রমিক দলের আলোচনা সভায় দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুইয়া এসব কথা বলেন।

শ্রমিকরা এদেশের সম্পদ। তাই তাদের যথাযথ ভাবে ব্যবহারের মাধ্যমে শুধু এই দেশ নয় বিশ্বকে এগিয়ে নেওয়া সম্ভব। একে অপরের পাশে থেকে সুখে দু:খে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করে এদেশ থেকে জুলমবাজদের অবৈধ ক্ষমতা থেকে উচ্ছেদ করতে শ্রমিকদের ভুমিকার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

খাগড়াছড়ি জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম কালুর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি  ওয়াদুদ ভূইয়া ছাড়াও সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু প্রমুখ।

এসময়,খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার,মংসাথোইয় চৌধুরী, এ্যড. মন্জুর মোরশেদ, অনিমেষ দেওয়ান নন্দিত, মোসলেম উদ্দীন চেয়ারম্যান,  ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ন সম্পাদক আয়ুব খান, অনেিমষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আ: রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, সহ-দপ্তর সম্পাদক আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সাধারন সম্পাদক (ভা:) জহির আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।