জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট  জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবি জানিয়ে দলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ  করে বিএনপির একাংশের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা প্রথমে তালাবদ্ধ জেলা কার্যালয়ে ইট-পাটকল নিক্ষেপ, আসবাবপত্র ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি ভুষ্মিভূত হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটানাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। উল্লেখ্য যে গত ২ মার্চ কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি পদে মোজাহার আলী প্রধানকে পুনরায় সভাপতি এবং নাফিজুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক করে আংশিকভাবে জয়পুরহাট জেলা বিএনপি কমিটি ঘোষণা করে। সদ্য প্রকাশিত আংশিক কমিটির বিরুদ্ধে বিভিন্ন উপজেলায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ ও কুশপত্তলিকা দাহ করে আসছে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।