সব পাখী নীড়ে ফেরে

সব পাখী নীড়ে ফেরে

কবি- হাসিনা মরিয়ম

গোধুলীর রঙ্গে মোড়ানো পৃথিবীটা
হঠাৎ ধূসর হয়ে যায়…
সেঞ্চুরীর বিবর্নপাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে
পড়ে থাকে কংক্রিটের রাস্তার উপর।
বেলাশেষে সূর্যের কমলা রেশটুকু
চারপাশ যেন স্বপ্নিল কারুময়তা ছড়িয়ে দেয়।
দিনের শেষের এই আবাহন অনেককেই স্পর্শ করে।

সবপাখী নীড়ে ফেরে…
সারাদিনের ক্লান্তি ছাপিয়ে রঙ্গিন প্রজাপতির মতো
ডানা মেলে ছুটে সবাই সাজানো ছোট্ট নীড়ে।
ট্রেনের হুইসেল, ট্রামের টুংটাং শব্দ
তৈরী করে এক মোহনীয় সুর…
ভালবাসা হাতছানি দিয়ে ডাকে,
এক সতেজ অনূভূতির কাঁপন জাগায় মন ও মননে,
প্রিয় মানুষটিকে আলিঙ্গনের সুখ…
আহা…
সেই চেনা মুখ বারবার নতুনভাবে
নতুন করে শিহরন জাগায়…
চিরন্তন প্রেমের মোহন বাঁশির সুর
জাগিয়ে তোলে সমস্ত ইন্দ্রিয়কে
ফিরে যাই বারবার তার কাছে উষ্ণতার জন্য…
সকাল-দুপুর রাত্রি কখন ও ক্লান্ত হয়না মন
শুধুতার একটুকরো হাসি যেন
আমাকে বাঁচিয়ে রাখে অনন্তকাল…।।

বিডিসংবাদ/এএইচএস