সাংবাদিক শিমুল হত্যা: মেয়রের রিমান্ড শুনানী ১৩ ফেব্রুয়ারী

সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর রিমান্ড আবেদনের শুনানী ১৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। মেয়রের বিরুদ্ধে শাহজাদপুর উপজেলা আদালতে সোমবার সন্ধ্যায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আজ মঙ্গলবার আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসিবুল হক আবেদন আমলে নিয়ে ১৩ ফেব্রুয়ারী শুনানীর দিন ধার্য করেছেন বলে মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান। একই মামলায় কারাগারে থাকা উপজেলা আওয়ামী লীগের সদস্য কে,এম নাসির উদ্দিনের রিমান্ড শুনানিও একই দিনে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়রের ভাই মারধর করায় আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের শুরু। এরই একপর্যায়ে তার সমর্থকরা মেয়রের বাড়ি ঘেরাও করতে গেলে সেখানে গুলির ঘটনায় সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিতে আহত হলে পরের দিন তিনি মারা যান।