সাকিবের ফিফটিতে বড় সংগ্রহ বরিশালের

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ম্যাচ খেলতে নেমেই ঝড়ো ব্যাটিং প্রদর্শনী করেছেন সাকিব আল হাসান। মাত্র ২৬ বলে তুলে নিয়েছেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৭ চার আর ৪ ছক্কায় সাকিব করেন ৩২ বলে ৬৭ রান। সাকিবের রান উৎসবের দিনে ভালো সংগ্রহ পেয়েছে তার দলও, ৭ উইকেটে ১৯৪ রান করেছে ফরচুন বরিশাল।

এদিন অনেকটা বিস্ময়কর কাণ্ডের দেখা মেলে টসের সময়ে। দুই দলের নির্ধারিত অধিনায়কদের কেউ আসেননি টস করতে। সিলেটের হয়ে মাশরাফির পরিবর্তে যেমন আসেন মুশফিকুর রহিম, তেমনি বরিশালের হয়ে টসে আসেন মেহেদী হাসান মিরাজ। টসে জেতেন মিরাজ, নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে চাপ সৃষ্টি করে খেলতে থাকে বরিশাল। দুই ওপেনার মিলে ৭.২ ওভারে গড়েন ৬৭ রানের জুটি। এনামুল হক বিজয় ২১ বলে ২৯ রান করে আউট হলে ভাঙে এই জুটি। পরের ওভারেই ফেরেন আরেক ওপেনার চতুরঙ্গ ডি সিলভা। ২৫ বলে ৩৬ রান করেন তিনি। তবে এরপর থেকেই শুরু হয় সাকিব শো। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন তিনি।

১৩ রান করে ইফতেখার ফিরে গেলে তৃতীয় উইকেটের দেখা পায় সিলেট। সেই সাথে ভাঙে ৩৫ রানের জুটি। এবার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ৩০ রানের জুটি করেন সাকিব, মাহমুদউল্লাহ ফেরেন ১২ বলে ১৯ রান করে৷ এরপর হায়দার আলীর সাথে ১৪ বলে ৩৩ রানের জুটি হলেও সাকিব একাই করেন ৮ বলে ৩০ রান। এ সময় মাত্র ২৬ বলে তুলে নেন অর্ধশতকও। করিম জানাতের সাথে ১২ রানের জুটি ভাঙে শেষ ওভারে সাকিব ৬৭ রান করে বিদায় নিলে৷ ১২ বলে ১৭ রান করেন করিম জানাত।

বিডিসংবাদ/এএইচএস