সায়েন্স ল্যাব ভবনে বিস্ফোরণ একটি বড় দুর্ঘটনা : ফায়ার সার্ভিসের ডিজি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন বলেন, ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ একটি বড় দুর্ঘটনা।

তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি যে, জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। আমরা আরো তদন্ত করছি এবং অন্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখছি।’

সোমবার (৬ মার্চ) মিরপুর ডিওএইচএস-এ একটি অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে বিস্ফোরকের কোনো অস্তিত্ব পায়নি।

রোববার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ‘বিস্ফোরণের পর আগুন লাগে’। এ সময় শিরিন ম্যানশন নামের একটি তিনতলা ভবন আংশিকভাবে ধসে পড়লে কমপক্ষে তিনজন মারা যান এবং ৫০ জনেরও বেশি আহত হন।

নিহত ব্যক্তিরা হলেন তুষার, শফিকুজ্জামান ও আব্দুল মান্নান।

বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট এবং কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) সদস্যদের সমন্বয়ে একটি দল রোববার বিকেলে বিস্ফোরণস্থল পরিদর্শন করে এবং পরীক্ষা চালায়।

রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ ভবনটিকে বিপজ্জনক ও পরিত্যক্ত ঘোষণা করে একটি ব্যানার তুলেছে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস