সিরাজগঞ্জে আওয়ামী নেতার গুলিতে সাংবাদিকের মৃত্যুতে রাবি প্রেসক্লাবের নিন্দা

রাবি প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক ও দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) প্রেসক্লাব। শুক্রবার বিকেলে ক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ এবং সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের শাহজাদপুরের মনিরামপুরে বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আ’লীগ নেতা ও পৌর মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের মৃত্যু হয়। একজন জনগণের প্রতিনিধি হিসেবে প্রকাশ্যে লাইসেন্সধারী বন্দুক দিয়ে গুলি করার ঘটনা খুবই ন্যাক্কারজনক। কিন্তু এ ঘটনার পরও এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি, যা সত্যিই দুঃখজনক। দ্রুত ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি গভীর সমবেবদনা প্রকাশ করা হয়।