সিরিয়ায় বোমাবর্ষণ করেছে ইসরাইল: সরকার

সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমে বোমাবর্ষণ করেছে ইসরাইল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার এ অভিযোগ করেছে। কিছু সংবাদ প্রতিবেদনে বলা হচ্ছে, একটি সামরিক বিমানবন্দর আক্রান্ত হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সেনাবাহিনীকে উদ্ধৃত করে বলা হয়েছে, মেজ্জেহ এলাকায় একটি বিমানবন্দরে কয়েকটি রকেট আঘাত করেছে। তবে এ বোমাবর্ষণের দরুন কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা ¯পষ্ট নয়। তবে বিমানবন্দরে আগুণ ধরে গেছে।
এর আগে সিরিয়ায় হামলা চালানোর অভিযোগ ইসরাইল সরকার নিশ্চিত করেনি, আবার অস্বীকারও করেনি। ধারণা করা হয়, ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পড় থেকে আসাদের মিত্র লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে যাওয়া অস্ত্রের চালানে বেশ কয়েকবার বোমাবর্ষণ করেছে ইসরাইল।
২০০৬ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস দীর্ঘ একটি লড়াই হয়েছিল। হিজবুল্লাহ এবার মিত্র আসাদের সমর্থনে নিজেদের হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সানা জানিয়েছে, মেজ্জেহ সামরিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে গেছে। প্রতিক্রিয়ায় সিরিয়ার সেনাবাহিনী ইসরাইলের বিরুদ্ধে এ হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে।
ডিসেম্বরে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বলা হয়, মেজ্জেহ বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকা- সৃষ্টি হয়েছে। কিন্তু কেউ হতাহত হয়নি। এর কয়েকদিন আগে ৩০ নভেম্বর, ইসরাইলি যুদ্ধবিমান লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওই হামলার লক্ষ্যবস্তু ছিল সাবুরা। এটি দামেস্কের বাইরের একটি স্থান।