“সূর্যাস্ত”

 

কবি-হাসিনা মরিয়ম

সূর্যাস্তের লাল আভা ছাড়িয়ে আছে
আমার সমস্ত শরীরে...
মনে হচ্ছে আগুন লেগেছে আমার আঁচলে
আঁচলে নয়-আগুন ছড়িয়েছে আমার মনে
নইলে পুড়ছি কেন এভাবে অনবরত...
দিনের পর মাস-মাসের পর বছর-
আসলে আত্নহুতি চাইছে আত্নপুরুষ...
কতোটা ভালবাসি যাচাই করে দেখছে
তোমাকে ভালবাসার আর কতো আহুতি দিব?
কি চাও তুমি আমার কাছে...
প্রেম, পূজো, বলিদান কি?
আচলখানি সব তোমায় দিয়েছি বলে...
দেবার মতো আমারতো আর কিছু নেই,
আছে তোমার স্মৃতি...
তাই নেবে কি?